Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পাবনা সুগার মিলস লিঃ
স্থান
ঈশ্বরদী উপজেলাধীন দাশুড়িয়া ইউনিয়নে অবস্থিত
কিভাবে যাওয়া যায়
বাংলাদেশের যে কোন জায়গা হতে রেল অথবা সড়ক পথে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অথবা বাস টার্মিনালে নেমে রি´া/টেম্পুযোগে যাওয়া যায়।
বিস্তারিত

পাবনা জেলাধীন ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের অন্তর্ভূক্ত পাকুড়িয়া মৌজায় ঈশ্বরদী পাবনা মহাসড়কের দণি পাশে পাবনা সুগার মিলস্  লিঃ ও এর সংশি−ষ্ট স্থাপনাসমূহ অবস্থিত।    পাকিস্তান সরকারের ৪৮০০.২৭ ল টাকা ঋণ সহযোগিতাসহ স্থানীয় মুদ্রায় ৩১২২.৫৫ ল টাকা এই মোট ৭৯২২.৮২ ল টাকা ব্যয়ে দৈনিক ১৫০০.০০ মেঃটন আখ মাড়াই ও বাৎসরিক ১৫,০০০.০০ মেঃ টন চিনি উৎপাদনের ল্েয ১৯৯২ সালে বিএসএফআইসি এর ব্যবস্থাপনায় এ মিলটি স্থাপনের কাজ আরম্ভ হয়। ১৯৯৭ সালে প্রকল্পের সমাপ্তি হয়। ১৯৯৬-৯৭ মৌসুমে মিলটির পরীামূলক উৎপাদন শুরু হয় এবং ১৯৯৭-৯৮ মৌসুমে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয়। এইচএমসি লিঃ তশীলা,   পাকিস্তান মিলটির মূখ্য যন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান।
    এ মিলটির অনুমোদিত মোট মূলধনের পরিমাণ ৫,০০০.০০ ল টাকা। মিলের মোট জমির পরিমাণ ৬০.০০ একর। এর মধ্যে কারখানা ২৭.০০ একর, আবাসিক ও অন্যান্য ১৮.০০ একর এবং রাস্তা ও লেগুন ১৫.০০ একর।
    চিনি ও চিটাগুর উৎপাদন ছাড়াও এ মিল হতে ইু চাষীদের ইু চাষে উদ্বুদ্ধ করার জন্য সহায়ক ঋণ প্রদান করা হয়ে থাকে। মূলতঃ ১৯৯৭-৯৮ মৌসুম হতে ঋণ প্রদান শুরু  হয়। ২০০৮-০৯ মৌসুমে এ পর্যন্ত ২৫০.৭২ ল টাকা ঋণ বিতরণ করা হয়েছে এবং ২৪৮.৩৩ ল টাকা ঋণ আদায় করা হয়েছে। ঋণ আদায়ের হার ৯৯%। ২০০৬ সাল হতে আখ চাষীদের প্রশিণ কার্যক্রম শুরু হয়েছে। ২০০৬ সালে ২৪০ জন, ২০০৭ সালে ২৪০ জন এবং ২০০৮ সালে ২৬০ জন আখ চাষীকে প্রশিণ দেয়া হয়েছে।
    মিলটির প্রতিষ্ঠালগ্নে যে পরিমাণ চিনি উৎপাদনের টার্গেট নিয়ে এর যাত্রা শুরু হয়, পরবর্তীতে কখনোই সে পরিমাণ সাফল্য অর্জন করা সম্ভব হয়নি। মূলতঃ চিনি উৎপাদনের কাঁচামাল (ইু) এর উৎপাদন কম হওয়ায় মিলটি কাঙ্খিত ল্যমাত্রা অর্জনে সম হচ্ছেনা। প্রতি বছর আখ মাড়াই মৌসুম শুরু হওয়ার পর মিল চালু হয় এবং চালুর পর নির্ধারিত সময়ের পূর্বেই মিলটি বন্ধ করতে হচ্ছে। ২০০৮-০৯ মৌসুমে ২৮/১১/২০০৮ খ্রিঃ তারিখে মিলটি চালু হয়, কিন্তু আখের অভাবে ২২/০১/২০০৯ খ্রিঃ তারিখে মিলটি বন্ধ করতে হয়েছে। এ মৌসুমে মোট ৫৬ মাড়াই দিবসে ৬৯,৮৩৯ মেঃটন আখ মাড়াই করা হয়েছে এবং ৪,২৯৮ মেঃটন চিনি এবং ৩,০২৫.২৩ মেঃটন চিটাগুড় উৎপাদিত হয়েছে। দেখা যাচ্ছে দৈনিক গড় মাড়াইকৃত আখের পরিমাণ ১২৫৮.৮৩ মেঃটন। শুরু থেকেই মিলটি লোকসানে ছিল। ২০০৮-০৯ অর্থ বছরে এ মিলটির পুঞ্জিভূত লোকসানের পরিমাণ ৭৭২৫.০৯ ল টাকা। আখ উৎপাদন বৃদ্ধি করে এ মিলটিকে লাভজনক পর্যায়ে আনা সম্ভব বলে সংশি−ষ্টরা মনে করেন।