Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঈশ্বরদী উপজেলার ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম।


খেলাধুলা ও বিনোদন

মূলতঃ ফুটবল খেলা এ অঞ্চলের সর্বাপেক্ষা জনপ্রিয় খেলা হলেও বর্তমানে ক্রিকেট খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এ উপজেলায় বর্তমানে ৫২টি ক্রীড়া ক্লাব এবং ৪১টি ফুটবল/অন্যান্য খেলার মাঠ রয়েছে। এ অঞ্চলের খেলাধূলার মান সাধারণ পর্যায়ের। উপযুক্ত মানের খেলার মাঠ না থাকায় ক্রিকেট খেলার মান আশানুরূপ নয়। ভলিবল, ব্যাডমিন্টন এবং হ্যান্ডবল সীমীত পরিসরে খেলা হচ্ছে। তবে খেলাধূলার মান বৃদ্ধিকল্পে উপজেলা ক্রীড়া সংস্থাসহ ক্রীড়া ক্লাবগুলো কাজ করছে। এ বছর প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৌর  এলাকায় অবস্থিত আলোবাগ ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ২৯/০৪/২০০৯ খ্রিঃ তারিখ হতে ০৪/০৫/২০০৯ খ্রিঃ তারিখ পর্যন্ত ৫দিন ব্যাপী ঈশ্বরদী উপজেলার এসএম স্কুল এন্ড কলেজ মাঠে জাতীয় ভলিবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এ টুর্ণামেন্টে ১২টি পুরুষ দল এবং ১০টি মহিলা দল অংশগ্রহণ করেছে। ক্রীড়ার ক্ষেত্রে এ অঞ্চলের লোকজনের আগ্রহ দিনদিন বৃদ্ধি পাচ্ছে।