১। পৌরসভার নাম: ঈশ্বরদী ।
(ক) পৌরসভা স্থাপিত: ৮ই আগষ্ট, ১৯৭৪
(খ) পৌরসভা ২য় শ্রেণীতে উন্নিত হয়: ৭ই ফেব্রুয়ারী, ১৯৮৯ ইং ।
(গ) পৌরসভা ১ম শ্রেণীতে উন্নিত হয়: ১০ই সেপ্টেম্বর, ১৯৮৯ ইং ।
২। পৌরসভা মোট আয়তন: ৩১.১০ বর্গ কিঃমিঃ (১২ বর্গ মাইল)
৩। পৌরসভায় জনসংখ্যা: ১,০৩,২৯৫ জন ।
(ক) পুরুষ: ৫২,৮২৬ জন ।
(খ) মহিলা: ৫০,৪৬৯ জন ।
৪। মোট মৌজা সংখ্যা: ১৩টি ।
৫। মৌজা সিট, মহল্লা সংখ্যা: ৩০+২৩ টি ।
৬। মোট ওয়ার্ড সংখ্যা: ৯ টি ।
৭। নির্বাচিত প্রতিনিধি সংখ্যাঃ-
(ক) মেয়র: ১ জন ।
(খ) কাউন্সিলর (সাধারন আসন): ৯ জন ।
(গ) মহিলা কাউন্সিলর (সংরক্ষিত আসন): ৩ জন ।
৮। পৌরসভার নিয়মিত কর্মকর্তা/কর্মচারী: ৯৫ জন ।
৯। পৌর এলাকার মোট রাস্তার পরিমান: ১২৬.১০ কিঃ মিঃ ।
(ক) পাকা রাস্তা : ৭৩.০৫ কিঃ মিঃ ।
(খ) ইটের রাস্তা : ৩৫.০৫ কিঃমিঃ ।
(গ) কাঁচা রাস্তা : ১৮.০০ কিঃমিঃ ।
১০। মোট ড্রেনের পরিমান: ৩৯.৪৩ কিঃমিঃ ।
(ক) আরসিসি ড্রেন: ৯.৯৩ কিঃমিঃ ।
(খ) ইটের ড্রেন: ১১.৫০ কিঃমিঃ ।
(গ) কাঁচা ড্রেন: ১৮.০০ কিঃমিঃ ।
১১। ভূগর্ভসহ্য পানি সরবরাহ ব্যবসহাপনাঃ-
(ক) সহাপিত: ১লা জানুয়ারী, ১৯৯৮ ইং ।
(খ) ভূগর্ভসহ্য পানি সরবরাহের পাইপ লাইনঃ ৩৪.৫০ কিঃমিঃ ।
(গ) উৎপাদক গভীর নলকূপ: ৮ টি ।
(ঘ) ষ্ট্রিট হাইড্রেন: ৬৫ টি ।
(ঙ) হস্ত চালিত নলকূপ: ৭৯০ টি (পৌরসভার নিজস্ব)
(চ) তারা পাম্প : ৬০ টি অকেজো
(ছ) গৃহ সংযোগ: ১৯৫৯ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস