এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে, মুজিবশতবর্ষে ডিজিটাল বাংলাদেশে বেকার সমস্যা দূরীকরণে এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কারিগরি সহযোগিতায় কম্পিউটার পরিচালনায় পারদর্শী এমন১০০ জনকে ডিজিটাল মার্কেটিং এর উপর ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রদান করা হবে। ট্রেনিং শেষে ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট তৈরি করে ট্রেইনারদের সহযোগিতায় ফ্রিল্যান্সিং কাজ পাবার বিষয়ে সহয়তা করা হবে। উক্ত ট্রেনিং-এ অংশগ্রহণের জন্যে ২০-৩৫ বছর বয়সী বেকার যুবকদের ৫ জানুয়ারী ২০২১ তারিখের মধ্যে আবেদন করার জন্যে অনুরোধ করা যাচ্ছে। উক্ত সময়ের পর আর কোন আবেদন গ্রহণযোগ্য হবে না । আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে স্বচ্ছ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে মাধ্যমে তালিকা প্রস্তুত করা হবে।
আবেদন করার লিঙ্কঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfFBTN5AE50D2ibgxES4q8-nnGmNsheMYOC8FQXqB7GJfzmzA/viewform?usp=sf_link